
লেখা আমার মা । জয়দেব বসু
লেখা আমার মা,
আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না।
এই যে এত আলস্য আর নিজেকে এত ঘৃণা,
ঘোষিত নির্বিবেক থেকে অমান-দক্ষিণা,
এ-সব থেকে নিষ্ক্রমণের কোথাও কোনো ভূমি
থাকলে পরে সেই মাটিতে পৌঁছে দিও তুমি।
লেখা আমার মা,
আঁচল দিয়ে আগলে রেখো, কোথাও যেও না।
বাতাস যদি নিজেকে দেয় বীজন,
গন্ধ যদি নিজের ঘ্রাণে আকুল,
পানীয় যদি নিজেকে পান করে,
জীবন তবে নিজের সমতুল।
লেখা কি তবে নিজেকে লিখে যায়
মা কি আমি, আমিই তবে মা?
আমায় ছেড়ে আমি যেন কোথাও যাই না ।
(সকাল : ০৯-১০ মিনিট, ২৪/০৫/২০১০)
দেয়ালা পত্রিকার প্রথম সংখ্যা কবি জয়দেব বসুর স্মৃতিতে উৎসর্গ করা হল।
#joydebbosu #kobita #poetry
…………………………………………..


বাংলা ভাষা আক্রান্ত। ঘরে-বাইরে। বাইরের পরিধি ও গভীরতা এখন খানিকটা বোঝা যাচ্ছে। বলা হচ্ছে, ভারতের মাটিতে দাঁড়িয়ে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি গানটি গাওয়া দেশদ্রোহীর কর্ম, সিডিশন। এর সুযোগ রাজনৈতিক দলগুলো যথাসাধ্য নেওয়ার চেষ্টা করছে। বলছে: আমরা বাংলা ভাষাকে ‘সন্মান’ করি, সবারই মাতৃভাষাকে ‘সন্মান’ করা উচিত। এইভাবেই আবার মাতৃভাষা আক্রান্ত ঘরেও। আমরা জানি না, কথাটা ‘সম্মান’। কেন জানি না? যাঁরা জানাচ্ছিলেন, তাঁরা ‘ভাষার বামনেমি’ করেন বলে আমরা বিদ্রূপ করেছি। শুদ্ধাশুদ্ধ, ভালোমন্দের বিচার করেন কে? নিজের সন্তানকে ইংরেজি মাধ্যমে ভর্তি করেছি। গর্ব করে বলি এখন, আমার ছেলে ভালো বাংলা জানে না। বাংলা ভাষায় কি উচ্চ শিক্ষা সম্ভব? আইন-আদালত-প্রশাসনে মাতৃভাষার পরিসর কি যথাযথ? লালুপ্রসাদ যাদব যে ভাষায় কথা বলেন, তা উঁচা-নিচা ছোট-বড় সমান ভাবে বোঝেন। কই, আমরা তো সে পথ মাড়াইনি। উলটে তাঁকে হালকা চালে নিয়ে – ভাঁড় ঠাউরে – গ্রাম্ভারি চালটি বজায় রেখেছি। ভুলে গেছি, পৃথিবীর যে কোনো প্রান্তেই, ভাঁড় হলেন দ্রষ্টা। আমরা কোন হীনম্মন্যতায় ভুগি, বা কীসের উচ্চম্মন্যতা? নাকি, এও এক ধরণের ক্ষমতার দাপট! আমি/আমরা যেভাবে বলছি/লিখছি – সেটাই তোমাকে শিখতে হবে – এটাই ঠিক – একেই বলে বাংলা ভাষা; এই বিপন্নতায় বাংলার সব রাজনৈতিক দল/গোষ্ঠী আচ্ছন্ন। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ও আচ্ছন্ন। এটা কেন হল? এ থেকে মুক্তির উপায় কী? তাহলে আমাদের বাংলা ভাষা কীভাবে ঘরের আক্রমণ থেকে রক্ষা পাবে? উদয়ন পণ্ডিতের পাঠশালা তো বন্ধ!
আশা করি একথা লেখার জন্যে আমরা দেশদ্রোহিতার রাজরোষে পড়ব না। জয় হিন্দ।
#editorial

প্রয়াত রামকৃষ্ণ ভট্টাচার্য এবং শ্রীবিশ্বজিৎ পণ্ডার সৌজন্যে