প্রবন্ধ

বাংলা শব্দ। তাপস দে

গ্রাম : পারুলডিহি। ডেবরা, পশ্চিম মেদিনীপুর থেকে সংগৃহীত। নভেম্বর ২০২৫।

হিড় আল।
চাখর বৃদ্ধাঙ্গুষ্ঠ ও কনিষ্ঠ আঙুলের দূরত্ব।
দাঁ দা।
হাসুয়া বড় দা, কিন্তু দায়ের দাঁত থাকে না।
ঘনি মাছ ধরার উপকরণ। বাঁশ, কঞ্চি নির্মিত।
মুগরি ভি-আকৃতির মাছ ধরার উপকরণ। বাঁশ, কঞ্চি নির্মিত।
টুবি ডোবা।
গোইল গোয়াল ঘর।
ঠাকা ছোট ঝুড়ি।
মটকা শীর্ষ।
ধুচুনি চাল ধোয়ার জন্য বাঁশের তৈরি সছিদ্র পাত্র।
মুথুন দুটো খড়ের চালের সংযোগস্থল।
কাঁদাল বাড়ির পেছন দিকের জায়গা।
তলতা/তল্লা বাঁশ তরল বাঁশ।
পতলি ধান ও খড়ের মণ্ড।
গুয়াশাল গোয়াল ঘর।
বদা পাঁঠা।
ছেনা বাচ্চাকাচ্চা।
ম্যাখ লম্বা খুঁটি।
তাড়া বাঁশের মোটা লাঠি।
মাড় ধরানো গরু প্রজনন করানো।
আকড়া ধানের ভুসি।

দেখা হয়েছে: বার

4.5 4 votes
Article Rating
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x