রাত । একরাম আলি
পুরনো জানালাগুলি ভাঙা ভালোবাসার মতন
তবু তাতে দেখি ভোর, আকাশের দিকপরিবর্তন
যখন বিদ্যুৎ যায়, আঁধার যখন
প্রকৃতির মতো লম্ফে কেঁপে ওঠে মন
আলো যত, ধোঁয়া বেশি; সমস্বরে কাশে
কুয়াশা সাঁতরে শিখা থেমে-থেমে আসে
রাতের দারিদ্রে একা লম্ফটি জ্বলে
ছোট্ট শিখা, একাকিত্বে নিভু-নিভু ঘরের অতলে
দেখা হয়েছে: ০ বার